Top Newsআন্তর্জাতিক

জো বাইডেন ক্যানসার আক্রান্ত

মোহনা অনলাইন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যা হাড়ে ছড়িয়েছে। রোববার তার কার্যালয় এ তথ্য জানিয়েছে। শুক্রবার ৮২ বছর বয়সী বাইডেনের ক্যানসার শনাক্ত হয়। মূত্রনালীজনিত সমস্যা দেখা দিলে পরীক্ষার পর এটি শনাক্ত হয়। উল্লেখ্য, তার ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যানসারে মারা গিয়েছিলেন।

বিবিসি লিখেছে, এই ক্যান্সারটি খুব আক্রমণাত্মক ধরনের, যার গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। ক্যান্সার রিসার্চ ইউক বলছে, এটি ‘হাই-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ; যার অর্থ ক্যান্সার কোষগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বাইডেন ও তার পরিবার একাধিক চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন। তার দপ্তর জানিয়েছে, এই ক্যান্সার ‘হরমোন-সেনসিটিভ’, অর্থাৎ এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এ খবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ‘মর্মাহত’। জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের কথা উল্লেখ ট্রাম্প বলেন, আমরা জিল ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জো দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি।

বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্স পোস্টে লিখেছেন, তিনি ও তার স্বামী ডগ এমহফ প্রার্থনায় রেখেছেন বাইডেন পরিবারকে।

“জো একজন লড়াকু- আমি জানি, তিনি তার চিরাচরিত দৃঢ়তা, সহিষ্ণুতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে এই সংকট মোকাবিলা করবেন।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button