ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী হক বাঁধন মাঝে মধ্যেই প্রতিবাদে আওয়াজ তোলেন। এবার নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে মুখ খুলেছেন বাঁধন।
আজ সোমবার (১৯ মে) এক পোস্টে ফারিয়াকে গ্রেফতারে করায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’
এরপর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাঁধন আরও লিখেছেন, বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না।
গতকাল দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
গতকাল বিকাল সাড়ে ৫টায় ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা গেছে আজ আদলতে তোলা হবে নুসরাত ফারিয়াকে।



