Top Newsজাতীয়বিনোদন

জামিন পেয়েছেন নুসরাত ফারিয়া

মোহনা অনলাইন

ঢাকা মহানগর হাকিম আদালত (সিএমএম) অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন। এর আগে গতকাল সোমবার (১৯ মে) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সকাল ৯টার দিকে ফারিয়াকে আদালতে হাজির করা হলে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং বিদেশ যাত্রা বন্ধ করে দেয়।

ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় তিনি জড়িত ছিলেন। মামলায় তার সঙ্গে আরও ১৬ জন শোবিজ ব্যক্তিত্বকে আসামি করা হয়েছে।

বাদী এনামুল হকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে আসামিরা বিরূপ অবস্থান নেন। মামলায় আরও বলা হয়, অভিযুক্তরা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবেও ভূমিকা রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button