
ভারতের বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১৯ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তা এবং মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো কনস্যুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে প্রতিদিনই এ ধরনের কর্মকাণ্ড শনাক্তে কাজ করছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানায়, যেসব ব্যক্তি অবৈধ অভিবাসনের সুযোগ করে দিচ্ছেন, তাদের জবাবদিহির আওতায় আনতেই এই নিষেধাজ্ঞা। ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।
এ নিষেধাজ্ঞা শুধু নির্দিষ্ট ব্যক্তিদের জন্যই নয়, বরং বৈশ্বিকভাবে প্রযোজ্য হবে। এমনকি যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন, তারাও এ নিষেধাজ্ঞার আওতায় আসবেন বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, অবৈধ অভিবাসন রোধ ও মানবপাচার প্রতিরোধে আইনের যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি এবং এই পদক্ষেপ সেই প্রচেষ্টারই অংশ।