
ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনের প্রস্তুতির সময় বেলুন গলায় আটকে রাফসা নামে সাত মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুল আলম।
নিহত শিশু রাফসা একই এলাকার বাসিন্দা রনি মিয়ার কন্যা।
ইউপি সদস্য মাহাবুল আলম পরিবারের বরাতে জানান, সোমবার রাফসার বড় ভাই ইহানের চতুর্থ জন্মদিন ছিল। জন্মদিন উদযাপনের প্রস্তুতি হিসেবে পরিবারটি ঘর সাজাতে ব্যস্ত ছিল। এ সময় রাফসা খাটের উপর বসে খেলছিল।
অসাবধানতাবশত সে একটি বেলুন মুখে দিয়ে দেয়, যা গলায় আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে শিশুটিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
মাহাবুল আলম বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনায় জন্মদিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।”