Top Newsবিজ্ঞান ও প্রযুক্তি

চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করলো সৌদি আরব

মোহনা অনলাইন

সৌদি আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত একটি ক্লিনিক চালু করেছে, যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ২০২৫ সালের এপ্রিল মাসে চালু হওয়া এই ক্লিনিকটি চীনের সাংহাই-ভিত্তিক মেডিকেল টেক কোম্পানি Sino AI এবং সৌদির Almusa Health Group-এর যৌথ উদ্যোগে গঠিত।

আল আহসা অঞ্চলে অবস্থিত এই পরীক্ষামূলক ক্লিনিকে রয়েছে “ডা. হুয়া” নামে একটি এআইচালিত ভার্চুয়াল ডাক্তার, যা রোগীর উপসর্গ শুনে প্রশ্ন করে এবং বিশ্লেষণের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয় ও চিকিৎসার পরামর্শ দিতে পারে। রোগীরা একটি ট্যাবলেটের মাধ্যমে উপসর্গ প্রদান করলে, এআই তথ্য বিশ্লেষণ করে চিকিৎসা পরিকল্পনা তৈরি করে, যা পরবর্তীতে একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার যাচাই ও অনুমোদন করেন।

এই হাইব্রিড মডেলটি এআইয়ের গতিশীলতা এবং মানুষের অভিজ্ঞতা ও নিরাপত্তার সমন্বয়ে তৈরি করা হয়েছে।

Sino AI-এর CEO ঝাং শাওডিয়ান জানান, এআই এতদিন ডাক্তারদের সহায়ক ছিল, কিন্তু এবার তা সরাসরি রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে সক্ষম হয়েছে। অভ্যন্তরীণ পরীক্ষায় প্রযুক্তির ভুলের হার ০.৩ শতাংশের নিচে, যা এর নির্ভরযোগ্যতা প্রমাণ করে।

বর্তমানে ডা. হুয়া শ্বাস-প্রশ্বাসজনিত প্রায় ৩০টি রোগ, যেমন অ্যাজমা ও ফ্যারিঞ্জাইটিস, নির্ণয় করতে পারে। আগামী এক বছরে এর সেবার পরিধি পরিপাকতন্ত্র ও চর্মরোগসহ অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হবে।

এই ক্লিনিক এখন পরীক্ষামূলক পর্যায়ে বিনামূল্যে সেবা দিচ্ছে এবং সংগৃহীত তথ্য সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদনের জন্য ব্যবহার করা হবে। কোম্পানিটি সৌদির অন্যান্য এলাকাতেও এআই ক্লিনিক চালুর পরিকল্পনা করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button