
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘টগর’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ। গতকাল প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।
পোস্টারে দেখা যায়, রক্তমাখা হাতে ছুরি ধরে দাঁড়িয়ে আছেন আদর আজাদ, তার পেছনে পূজা চেরি—চোখে-মুখে ভয়, ভালোবাসা ও বেদনার মিশ্র অনুভূতি।
আদর আজাদ বলেন, “‘টগর’ আমার ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ছবি। দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।”
পূজা চেরি জানান, “এই সিনেমার জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান—সবকিছুতেই রয়েছে আলাদা কিছু।”
আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। আদর ও পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন: আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত ও শরিফুল।