Top Newsসংবাদ সারাদেশ

শেরপুরে কমছে নদ-নদীর পানি

মোহনা অনলাইন

শেরপুরে গতকাল বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় জেলার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার (২১ মে) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোগাই নদীর নকুগাঁও পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ী পয়েন্টে ২৪৬ সেন্টিমিটার নিচে এবং পুরাতন ব্রহ্মপুত্র নদে ৬৩৭ সেন্টিমিটার নিচে রয়েছে।

গতকাল মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীর পাড়ে ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বাঁধে ফাটল দেখা দেওয়ায় দ্রুত মেরামতের প্রয়োজন। এ অবস্থায় স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাঁধটি আরও ভালোভাবে মেরামত করা হোক। জেলা কৃষি বিভাগ কৃষকদের পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তারা সব সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিটিং করা হয়েছে এবং কোনো সমস্যা দেখা দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে বৃষ্টি না থাকায় এবং নদ-নদীর পানি কমতে থাকায় শেরপুরে আকস্মিক বন্যার সম্ভাবনা অনেকটাই হ্রাস পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button