স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও।
তুহিন ও মাহমুদুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের। তবে তারা দুদকের তলবে হাজির হননি এবং সময় বৃদ্ধির আবেদনও করেননি। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, তাদের অনুপস্থিতির কারণে অনুসন্ধান থেমে থাকবে না এবং নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে ১৫ মে তুহিন ও মাহমুদুলকে তলব করে চিঠি দেওয়া হয়েছিল। একই দিনে এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর এবং যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এপিএস মোয়াজ্জেম হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। যুব অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে দুদকে দুর্নীতি অনুসন্ধানের দাবি জানানো হয়।
এছাড়া, গত ২২ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেন এবং তার সহকারী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য দুদককে অনুরোধ জানান। চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনার ঘটনায় গাজী সালাউদ্দিন তানভীরের নামও উঠে আসে।



