Top Newsজাতীয়

দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক

মোহনা অনলাইন

বিএনপি নেতা ইশরাক হোসেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অবিলম্বে সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২১ মে) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান।

ইশরাক তাঁর পোস্টে উল্লেখ করেন, “গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন এবং সম্ভবত আগামীতে সরাসরি যুক্ত হবেন। তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? এটি সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটাবে।”

তিনি উপদেষ্টা নাহিদ ইসলামের উদাহরণ তুলে ধরে বলেন, “নাহিদ ইসলাম যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটাই অনুসরণ করুন। তিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রিত্ব ধরে রাখতে পারতেন, কিন্তু রাজনীতি বেছে নিয়েছেন। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব ও সম্মান লাভ করতে পারবেন।”

ইশরাক আরও বলেন, এই দুই উপদেষ্টার পদত্যাগ বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজকে বৃদ্ধি করবে। তিনি মনে করেন, সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে দলীয় ও সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করলে তারা দেশ ও জনগণের জন্য আরও ভালো কিছু করতে পারবেন। অন্যথায়, ক্ষমতা ধরে রাখতে গেলে দলীয় লোকদের বিশেষ সুবিধা দিতে হবে, যা নিরপেক্ষতা বজায় রাখতে বাধা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button