
নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নির্ধারণের উদ্দেশ্যে একটি সভায় বসেছে। এ সভাটি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে, যা ইসির পঞ্চম সভা।
বুধবার (২১ মে) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভা কক্ষে এই বৈঠক শুরু হয়। সভায় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সভায় আলোচনা হবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫, সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ নিয়ে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভোটের আচরণবিধিতে প্রচারণায় কিছু বিধি নিষেধ আরোপের বিষয়, সোশ্যাল মিডিয়া তদারকির প্রস্তাব ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় প্রশাসন-পুলিশের কর্মকর্তাদের কর্তৃত্বের পরিবর্তে ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। সার্বিকভাবে এ কমিশন সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে, জানিয়েছেন কর্মকর্তারা।