
কান চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে একঝাঁক বলিউড তারকার উপস্থিতি। নানা রূপে দর্শকের নজর কেড়েছেন বহু তারকা। তবে এ বার একেবারে অন্য রূপে দেখা মিলল অভিনেত্রী রুচি গুজ্জরকে। রাজস্থানি পোশাকে ব্রাইডাল লুকে রেড কার্পেটে পা রাখলেন তিনি। তবে তাঁর গলার নেকলেস ছিল সবচেয়ে নজরকাড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া কাস্টমাইজড নেকলেস পরতে দেখা গিয়েছে তাঁকে।
ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে দেখা গিয়েছে রুচিকে। পরনে সোনালি রঙের লেহেঙ্গা। তাঁর পোশাকটি ডিজ়াইন করেছেন রূপা শর্মা। ছোট ছোট কাচ আর সুতোয় কারুকাজ। পোশাকের সঙ্গে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না পরতেও দেখা যায় তাঁকে।
কান-এ তাঁর এমন মন ছুঁয়ে যাওয়া লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, তার থেকেও বেশি বলা চলে। যা বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম। যাঁর নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’
তাঁর আরও সংযোজন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। আমি সেই গর্ব আমার সঙ্গে বয়ে বেরাতে চেয়েছিলাম। কান-এ রাজস্থান এবং ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য কেবল একটি স্মরণীয় মুহূর্ত নয়, এটি গোটা বিশ্বের কাছে নিজের দেশ সম্পর্কে দেওয়া একটি বার্তা।’
রুচি গুজ্জর তাঁর ইনস্টাগ্রামে রেড কার্পেটের সেই লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অত্যন্ত গর্বের মুহূর্ত।’