Top Newsজাতীয়

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবিতে অসহযোগ কর্মসূচির ডাক

মোহনা অনলাইন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যরা অভিযোগ করেন যে এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য না দিয়ে পরিস্থিতি খারাপ করেছেন। তাদের দাবি হলো:

১. অধ্যাদেশটি অবিলম্বে বাতিল করতে হবে। ২. এনবিআরের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। ৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ৪. প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ নিয়ে সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

কর্মসূচির অংশ হিসেবে, বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি, এনবিআর এবং ঢাকার বাইরে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে, তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতা থেকে মুক্ত থাকবে।

আর ২৪ ও ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি থাকবে। এই দুইদিন কাস্টমস হাউসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে, তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button