
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার (২১ মে) রাতে আল জাজিরা প্রতিবেদনে জানায়, এই ঘটনায় কেউ আহত না হলেও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে যখন কূটনীতিকরা জেনিনে ইসরায়েলি বাহিনীর টানা চার মাসের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও একাধিক দেশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ইসরাইলি সেনাবাহিনী তখন দাবি করে, কূটনীতিকরা পূর্বনির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিলেন, যার ফলস্বরূপ তাদের সতর্ক করতে গুলি চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্যে, এটি ‘সতর্কতামূলক গুলি’ ছিল এবং এতে কেউ আহত হয়নি।
পশ্চিম তীরের জন্য নিযুক্ত ইসরায়েলি সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, তারা এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত সম্পর্কে কূটনীতিকদের অবহিত করবেন।