
তুর্কি সিরিয়ালের পর এবার পাকিস্তানি সিরিয়ালও আমদানি করতে যাচ্ছে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অভিনেতা যাহের আলভী, যিনি ওই সব চ্যানেলকে বয়কট করার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার ফেসবুকে যাহের আলভী লিখেছেন, “শুনলাম, পাকিস্তানি সিরিয়াল আমদানি হচ্ছে। খুব চড়া দামে কিনে নিয়ে আসা হয়েছে, আর ডাবিংও শুরু হয়ে গেছে। আমি সাফ জানাচ্ছি, যেসব বাংলাদেশি চ্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, সেখানে আমার নাটক যাবে না। আমি সেসব চ্যানেলের নাটকে অভিনয় করব না।”
তিনি উল্লেখ করেছেন, “বর্তমানে ইন্ডাস্ট্রি এক চরম অনিশ্চয়তায় রয়েছে। সরকার পতনের পর বড় কোনো প্রতিষ্ঠান অর্থলগ্নি করছে না। ফলে আমাদের শিল্পীরা কষ্টে রয়েছেন। ৯০% ডিরেক্টর, আর্টিস্ট, ক্যামেরাম্যান, মেকাপম্যান ঘরে বসে দিন কাটাচ্ছেন। আমি বেঁচে থাকতে পাকিস্তানি সিরিয়াল আমদানি মেনে নেব না। আমার দেশের শিল্পীদের ভালো থাকতে হবে, এরপর সবকিছু।”
আলভী আরও যোগ করেন, “এটা আমার একার যুদ্ধ। আমি আশা করি, আমার মতো মেরুদণ্ডী শিল্পীরা এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিবেন।”