মমতাজ বেগম, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী, হত্যাসহ দুই মামলায় ছয় দিনের রিমান্ডে রয়েছেন। মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মুহম্মদ আব্দুন নূর এ আদেশ দেন। আদালতে প্রবেশের সময় পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও জনগণের মধ্যে উত্তেজনা দেখা দেয়, তারা মমতাজের দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন।
গত বৃহস্পতিবার, গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি প্রিজনভ্যানে করে মমতাজকে আদালতে আনা হয়। এ সময় তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আনা হয়েছিল। আদালতের ভিতরে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের তর্কবিতর্ক হয়, এবং আদালত চত্বরে বিক্ষোভ করা হয়।
মমতাজের বিরুদ্ধে ২০১৩ সালে সিংগাইর উপজেলায় পুলিশের গুলিতে চার জন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে নির্বাচনি এলাকা হরিরামপুরে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে।
২০০৮ সালে আওয়ামী লীগে যোগদান করে মমতাজ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার পর থেকে এলাকায় শক্তিশালী প্রভাব বিস্তার করেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।
মমতাজ বেগমের বিরুদ্ধে মোট তিনটি হত্যা মামলা এবং অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে, যা তাকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্কিত করেছে।



