
শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’। ১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে এ উৎসব। এবারও লালগালিচায় উপস্থিত হয়েছেন বলিউডের অনেক তারকা, এর মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। কানের লালগালিচায় হাজির হয়ে তিনি বেশ কিছু সমালোচনার জন্ম দিয়েছেন।
জাহ্নবীর সাজ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। তার মাথায় থাকা ঘোমটা অনেকের মনে করিয়ে দিচ্ছে শ্রীদেবীকে। কানে আসার আগে ‘কুনজর’ থেকে রক্ষা পেতে বিশেষ একটি টোটকা নিয়ে এসেছিলেন জাহ্নবী। ধূসর-গোলাপি রঙের তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাকের সঙ্গে মুক্তার মালা পরেছিলেন। তবে তার সাজের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ঘোমটা, যা ভারতীয় বধূর সাজের মতোই মনে হয়েছে।
জাহ্নবী ‘কুনজর’ এড়াতে কালো সুতার টোটকা ব্যবহার করেছেন, যা অনেকেই হাতে ও পায়ে বেঁধে রাখেন। তার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে।
গত মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের সিনেমা ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে সঙ্গে নিয়ে জাহ্নবী লালগালিচায় উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহরও।