
উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয়ের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২ মে) আদালতের রায় ঘোষণার পর, থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি টেলিফোনে এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে একটি সঠিক রায় দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় ঘটেছে, যা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটি সাফল্য।” তিনি আরও উল্লেখ করেন, “মেয়র নির্বাচনকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ফলাফল কেড়ে নিয়েছিল। ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেছিল।”
ইশরাক হোসেনের শপথ গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আশা করি, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করার চেষ্টা করবেন।”
মির্জা ফখরুল ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংকক যান এবং পরদিন সেখানে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালেই রয়েছেন।