Top Newsজাতীয়

আমাদের কি আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত নয়, প্রশ্ন সারজিসের

মোহনা অনলাইন

বিচার ব্যবস্থায় টাকা ও রাজনৈতিক সুপারিশের প্রভাব নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২২ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে দাবি করেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে বহু হত্যাকারী আওয়ামী লীগার জামিন পেয়ে যাচ্ছে।” অন্যদিকে, নির্যাতিতদের অনেকেই অর্থ বা রাজনৈতিক সহায়তার অভাবে জামিন থেকে বঞ্চিত হচ্ছেন।

শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “এ কারণে বহু নির্দোষ আলেম এখনও কারাগারে অথবা আদালতের বারান্দায় ঘুরছেন।” এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “কীভাবে এমন জামিন হয়? কার সুপারিশে? কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হয়?”

তিনি আরও যোগ করেন, “প্রকাশ্য দিবালোকে সরকারের নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরল, অথচ নয় মাসে একটি হত্যার বিচার শেষ হলো না। আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল এই ব্যর্থতা এড়াতে পারেন কি?” শেষদিকে, তিনি মন্তব্য করেন, “তাহলে কি আমাদের এখন আসিফ নজরুলের পদত্যাগ দাবি করা উচিত নয়?”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button