Top Newsজাতীয়

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ

মোহনা অনলাইন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনের দুটি অ্যাপার্টমেন্ট অবরুদ্ধের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ফিনান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

একটি অ্যাপার্টমেন্ট লন্ডনের ১৭ গ্রোভেনর স্কোয়ারে অবস্থিত, যা ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল। অন্যটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত, যা পরের বছর ১.২ মিলিয়ন পাউন্ডে অধিগ্রহণ করা হয়।

যুক্তরাজ্যের নির্বাচনী তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বোন এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে বসবাস করতেন, যদিও বর্তমানে তিনি সেখানে থাকেন কি না, তা স্পষ্ট নয়। এনসিএ জানিয়েছে, ‘চলমান একটি দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ লন্ডনের ১৭ গ্রোভেনর স্কোয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং আদেশ সুরক্ষিত করেছে।’

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে এফটি জানায়, সালমান ও আহমেদ রহমান দুদকের অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহভাজন।

আহমেদ রহমানের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের ক্লায়েন্ট যেকোনো কথিত অন্যায়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। যুক্তরাজ্যে যেকোনো তদন্ত হলে তিনি অবশ্যই সহযোগিতা করবেন।’

তারা আরও যোগ করেন, ‘এটা সবাই জানেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করব, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এটি বিবেচনা করবে।’

শেখ রেহানা ও সালমান এফ রহমানের মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি, উল্লেখ করেছে এফটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button