Top Newsজাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

মোহনা অনলাইন

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৯১৪ হজযাত্রী রয়েছেন।

এখন পর্যন্ত ৮৬ হাজার ৮৭০টি ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে ৭৪ জন বাংলাদেশি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তাদের মধ্যে ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য প্রকাশিত হয়। বুলেটিনে বলা হয়েছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ৭৪ এবং বর্তমানে ভর্তি হজযাত্রীর সংখ্যা ২৬।

এছাড়া, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২২,২৬৬টি।

বুলেটিনে আরও জানানো হয়, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন—এর মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। মক্কায় মারা গেছেন চারজন এবং মদিনায় পাঁচজন।

এখন পর্যন্ত সৌদি আরবে গেছেন মোট ৫৪,৪৯৭ জন হজযাত্রী, যার মধ্যে সরকারি মাধ্যমে ৪,৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৯,৯১৪ জন।

চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে।

সরকারি হজযাত্রীর কোটা ৫,২০০ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮১,৯০০। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button