নাহিদ ইসলাম। তিনি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাতকারে এ তথ্য জানান। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন নাহিদ।
নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন। আলোচনা চলাকালে তিনি নাহিদকে বলেন, “পদত্যাগের বিষয়ে ভাবছি।” প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা, যিনি জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর নতুন গঠিত দলের আহ্বায়ক।
এছাড়াও, বিএনপি অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে। অপরদিকে, এনসিপির এক শীর্ষ নেতা দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে ‘বিএনপির মুখপাত্র’ হিসেবে আখ্যায়িত করে তাদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



