ড. ইউনূসের পদত্যাগের ইচ্ছা প্রকাশকে ভুল হিসেবে অভিহিত করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, যা আত্মঘাতী।” ফরহাদ মজহার বলেছেন, “ড. ইউনূসের উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা। তাকে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখতে হবে।”
তিনি আরও উল্লেখ করেছেন, “বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে নয়, বরং রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ড. ইউনূসকে নির্বাচিত করেছে। তার উপর একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব রয়েছে।”
ফরহাদ মজহার আশা প্রকাশ করেছেন, “জনগণ দ্রুত নির্বাচনের দাবি করছে এবং সেনাবাহিনীর ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। সেনাপ্রধানের মন্তব্য লুটেরা এবং মাফিয়া শ্রেণিকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি হতে পারে, যা জনগণ মেনে নেবে না। তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানিয়েছেন, যাতে দেশ ও জাতি রক্ষা পায়।”



