পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি শুক্রবার (২৩ মে) রাজধানীতে এক প্রোগ্রামে সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এই সময়সীমা স্পষ্ট করে দিয়েছেন এবং বলেন, “এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই।”
রিজওয়ানা হাসান বলেন, “আমি প্রথম থেকেই বলেছি যে উনি (প্রধান উপদেষ্টা) একটি নির্ধারিত সময় দিয়েছেন—ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এর একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই।” তিনি উল্লেখ করেন, নির্বাচন ও দায়িত্ব পালনের বিষয়েও প্রধান উপদেষ্টার বক্তব্য অনুসরণ করবেন।
চাপের প্রসঙ্গে তিনি জানান, “আমাদের বিরুদ্ধে চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কি না।” রাস্তায় চলাচলের সমস্যা উল্লেখ করে বলেন, “এমন অনেক সমস্যা রয়েছে, যেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।”
তিনি আরও বলেন, “আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক।” দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদন ও রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে, যা একটি ইতিবাচক অগ্রগতি।
রিজওয়ানা হাসান বলেন, “আমরা তিনটি কঠিন দায়িত্ব নিয়েছি—সংস্কার, বিচার ও নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি।” তিনি শেষ করেন, “এই দায়িত্ব পালন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।”



