বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে মন্তব্য করেছেন যে, সংসদ নির্বাচনে বিলম্ব দেশের চলমান অস্থিরতার মূল কারণ। তিনি বলেন, “দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতির জন্য দায়ী কারা?”
ফারুক আরও বলেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছে আমরা প্রশ্ন রেখেছি। তিনি বলেছেন, জুলাইয়ে নির্বাচন হবে। কিন্তু রোডম্যাপ ঘোষণা না হওয়ায় আমাদের মনে হয়, যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি তা মেনে নেবে না। আমরা নির্বাচন চাই, কিন্তু এমন সংস্কার নয় যার মাধ্যমে চট্টগ্রাম বন্দর অন্যের দখলে চলে যাবে।”
তিনি অধ্যাপক ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকুক, আমরা চাই আপনিই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেন।”
ফারুক আরও অনুরোধ করেন, “এই তিনজন উপদেষ্টাকে পদত্যাগের চিঠি দিতে বলুন, অন্যথায় আপনাকেই তাদের সরাতে হবে।”
সমাবেশে বিএনপির অন্য নেতারাও বক্তব্য রাখেন, যার মধ্যে যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উল্লেখযোগ্য।



