রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে আয়োজিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল নামে এক নার্সারি কর্মচারী গুরুতর আহতসহ ৫ জন আহত হয়েছেন।
গতকাল(২৩ মে) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতের ভায়রা শাকিল জানান, বৃক্ষমেলার পাশে কাজ করার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জুয়েলসহ আরও কয়েকজন আহত হন। তিনি বলেন, “আমরা তড়িঘড়ি করে জুয়েলকে ঢামেকে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে। অন্যরা কোথায় চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে আমরা কিছু জানি না।”
আহত জুয়েল তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় বসবাস করেন বলে জানান শাকিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর বৃক্ষমেলার পাশে ককটেল বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ ও দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।



