Top Newsজাতীয়

আজও সরকারি অফিস-ব্যাংক খোলা

মোহনা অনলাইন

সপ্তাহের সাধারণত ছুটির দিন শনিবার হলেও আজ (২৪ মে) সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির বিনিময়ে এদিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি পাবেন।

এই দীর্ঘ ছুটির ব্যবস্থা করতে ১৭ মে ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয় উপদেষ্টা পরিষদের ৬ মে’র বৈঠকে। সেই অনুযায়ী আজ দ্বিতীয় শনিবার হিসেবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অফিস খোলা থাকলেও ছুটিকালীন জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, হাসপাতাল ও চিকিৎসা সংশ্লিষ্ট সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে।

এদিকে, সরকারের সিদ্ধান্তের সাথে মিল রেখে আজ খোলা রয়েছে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলছে। একইভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলছে।

অর্থাৎ, শনিবার হলেও আজ সরকারি ও বেসরকারি খাতে স্বাভাবিক কর্মদিবসের মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রাহকরা ব্যাংকিং সেবা গ্রহণ ও পুঁজিবাজারে লেনদেনের সুযোগ পাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button