মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক সাঁড়াশি অভিযানে ৭১ বাংলাদেশিসহ ৫৯৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।গত বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই মেগা অভিযানে পেতালিং জায়ার মেনতারি কোর্ট অ্যাপার্টমেন্ট এলাকায় অভিযান চালানো হয়।
ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা গতকাল (২৩ মে) সকালে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে মোট ৩৯০ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের ১,৫৯৭ অভিবাসীর কাগজপত্র যাচাই করে ৫৯৭ জনকে আটক করা হয় যাদের বৈধ নথি ছিল না। আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে এবং এদের মধ্যে ৪৭২ জন পুরুষ ও ১২৫ জন নারী।
আটককৃতদের মধ্যে ৭১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ২০১, পাকিস্তানের ৪৬, মিয়ানমারের ২২৬, নেপালের ৪৪, ভারতের ৮ ও থাইল্যান্ডের একজন নাগরিক। আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বেশিরভাগই কাজ করতেন রেস্টুরেন্ট, মুদির দোকান অথবা নিজস্ব ছোট ব্যবসা প্রতিষ্ঠানে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন— বৈধ নথি ছাড়া অবস্থান, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, অবৈধ পারমিট ব্যবহার এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘন।
সবচেয়ে বড় বিষয় হলো, এসব অভিবাসীকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।
এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনার ঘোষণা দিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা নিয়োগ দিলে স্থানীয় নাগরিক ও নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানটি ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭-এর আওতায় পরিচালিত হয়।



