বর্তমান দেশের রাজনৈতিক অস্থিরতা ও সংকটময় পরিস্থিতির মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, অর্থবহ আলাপ-আলোচনার মাধ্যমেই সব সংকটের সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব।”
আজ সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এ পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না। চলমান পরিস্থিতি নিয়ে আমরা দলীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের অবস্থান পরিষ্কার—সংঘাত, হুমকি ও কাদা ছোড়াছুড়ির মাধ্যমে জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া সমীচীন নয়। এ সংস্কৃতির অবসান হওয়া উচিত।”
তিনি বলেন, “সমস্যা যত জটিল হোক না কেন, তা সমাধানের পথ আলোচনার মধ্যেই রয়েছে। এই দায়িত্ব মূলত সরকারের। সরকারকেই অর্থবহ ডায়ালগের পরিবেশ নিশ্চিত করতে হবে।”
ডা. শফিকুর রহমান আরও জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যেই নিজস্ব উদ্যোগে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং নির্বাহী পরিষদের সভা থেকে প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানানো হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা চাই সব পক্ষ আন্তরিকভাবে আলোচনায় অংশগ্রহণ করুক। অতীতেও এমন আলোচনার মাধ্যমে সংকট সমাধান হয়েছে। এবারও সেটি সম্ভব।”
জামায়াতের রাজনীতি সবসময় দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত বলে উল্লেখ করে তিনি বলেন, “দলীয় স্বার্থ নয়, জনগণের স্বার্থই আমাদের অগ্রাধিকার। সেই দৃষ্টিকোণ থেকে সব কর্মসূচি পরিকল্পিত হয়।”
তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে আমরা যোগাযোগ করেছি, পারস্পরিক আলোচনার পরিবেশ তৈরি হয়েছে এবং কিছু ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান। আমরা আশাবাদী—সবপক্ষের অংশগ্রহণে জাতি একটি সন্তোষজনক সমাধানে পৌঁছতে পারবে।”



