নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও নানা গুঞ্জনের মধ্যে আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠকটি সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, দেশের বর্তমান রাজনৈতিক সংকট, নির্বাচনের রোডম্যাপ এবং বিতর্কিত উপদেষ্টাদের ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা চাই, চলমান ভুল বোঝাবুঝি দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ হোক।”
বিএনপির ওই নেতা আরও জানান, তাদের দল চায় না প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন, কারণ তা নতুন করে সংকট সৃষ্টি করবে। বরং তারা চায় দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক।
বৈঠকে বিএনপি তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে এবং নির্বাচন নিয়ে সরকারকে একটি নির্দিষ্ট সময়সূচি দেওয়ার আহ্বান জানাবে বলেও জানান তিনি।
বৈঠকে জামায়াতে ইসলামীর সঙ্গেও প্রধান উপদেষ্টা আলোচনায় বসবেন বলে জানা গেছে।
এর আগে, বিএনপি জানায় তারা শুধু কয়েকজন ‘বিতর্কিত’ উপদেষ্টার অপসারণ চেয়েছে, প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, রাজনৈতিক চাপ, সেনাপ্রধানের বক্তব্য এবং চলমান অনিশ্চয়তায় হতাশ হয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগের চিন্তা করছেন।
বিএনপি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ও রোডম্যাপ না দিলে তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
এ পরিস্থিতিতে আজকের বৈঠককে চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



