জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল (২৩ মে) ৫৪ বছর বয়সে মৃত্যু হয় তার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। আজ (২৪ মে) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
‘সান অফ সারদার’ সিনেমায় তার সহ-অভিনেতা বিন্দু দারা সিং ইন্ডিয়া টুডেকে খবরটি নিশ্চিত করে বলেন, “মুকুলকে আর বড় পর্দায় দেখা যাবে না— এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। শেষ কিছুদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।”
অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে তার সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান, মুকুল তার অসুস্থতা নিয়ে কখনো কিছু বলেননি। তাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত কথা হতো, তবে মৃত্যুর খবর পেয়ে তিনি হতবাক।
১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মুকুল দেবের। তিনি ‘ডন’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সান অফ সারদার’সহ বহু হিট ছবিতে কাজ করেছেন। এছাড়াও তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। প্রয়াত এই অভিনেতা জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।
মুকুল দেবের মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



