বিনোদন

শাকিব খানের জোড়া জয়!

মোহনা অনলাইন

মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার জিতেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন।

শুধু তাই নয়, বাংলা চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ করায় শাকিব খান পেয়েছেন অভিনয়ের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং খ্যাতিমান নির্মাতা মতিন রহমান তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে শাকিব খান বলেন, “শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি অনেক। অনেক চেনা মুখ বদলে যেতে দেখেছি, ভেবেছি এখানেই হয়তো শেষ। কিন্তু আবার ভেবেছি, শেষবারের মতো চেষ্টা করে যাই।”

নিজের কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমেরিকা থেকে ফেরার পর নিজের আপন মানুষকেই বলতে শুনেছি, ‘তোমার দিন শেষ শাকিব।’ তখন মনে হয়েছিল হয়তো আর কিছুই হবে না আমার দিয়ে।”

দীর্ঘ ক্যারিয়ারে উত্থান-পতনের নানা গল্পে ভরা এই অভিনেতার বক্তব্যে ছিল কৃতজ্ঞতা, বেদনা ও অদম্য ফিরে আসার গল্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button