Top Newsরাজনীতি

দেশে এক-এগারোর আভাস লক্ষ্য করছি: আখতার

মোহনা অনলাইন

বর্তমান বাংলাদেশ একটি রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে এক-এগারোর মতো পরিস্থিতির আভাস লক্ষ্য করা যাচ্ছে।

আজ (২৪ মে) দুপুরে রাজধানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আখতার হোসেন অভিযোগ করে বলেন, “দেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তা আজ ব্যর্থতার পথে। নির্বাচন, সংস্কার ও বিচারসহ সব বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।”

‘করিডোর’ ইস্যুতে সরকার দ্বৈত অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আখতার বলেন, “সরকার প্রথমে এক কথা বলেছে, পরে আবার বলেছে এটি কেবলমাত্র ত্রাণ সহায়তা। তবে আমরা বলেছি, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।”

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “তারা যদি রাজনীতি করতে বা নির্বাচন করতে চায়, তাহলে সরকারের অংশ হয়ে তা সম্ভব নয়। সে ক্ষেত্রে তাদের সরকার থেকে বের হয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে হবে।”

নাহিদ আরও জানান, তারা গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সরকারের প্রতিনিধি হিসেবে ওই সময় দায়িত্ব নিয়েছিলেন, তবে এখন রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে সেই ভূমিকা আর রাখা যায় না।

সংবাদ সম্মেলনে বক্তারা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সংলাপ ও জনগণের প্রত্যাশা পূরণের ওপর গুরুত্বারোপ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button