Top Newsজাতীয়

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

মোহনা অনলাইন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সভায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার পরিচালনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি স্পষ্ট বলেছেন, পদত্যাগ করছেন না। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা ছেড়ে যাওয়া সম্ভব নয়।”

এর আগে গত বৃহস্পতিবার এক অনির্ধারিত বৈঠকে ড. ইউনূস তার পদত্যাগের ভাবনার কথা জানিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। বিভিন্ন পক্ষের বাধা ও রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে সরকার কার্যকরভাবে কাজ করতে পারছে না—এমন হতাশাও ব্যক্ত করেন তিনি।

বিষয়টি প্রথম আলোচনায় আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে, যিনি সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ অবস্থায় বিভিন্ন পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button