
গাজায় হামাস উৎখাত ও তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। প্রতিদিনই হামলার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, আর লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। নিরাপদ স্থান বলে কিছুই বাকি নেই গাজাবাসীদের জন্য। আকাশ ও স্থল অভিযান চলাকালীন ত্রাণ সরবরাহও বন্ধ রয়েছে, ফলে গাজা যেন এক নরকে পরিণত হয়েছে।
ইসরায়েলি বাহিনী হামলার ধারাবাহিকতায় গাজার ভূখণ্ডকে পুরোপুরি দখল করার প্রতিজ্ঞা নিয়ে হামলা তীব্রতর করেছে। গত ২৪ ঘণ্টায় হামলায় ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, ফলে গত সাড়ে ১৯ মাসে গাজায় নিহতের সংখ্যা ৫৩,৯০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ২১১ জন, যার ফলে আহতের সংখ্যা ১,২২,০৫৯ তে পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ভয়াবহ এক অভিযানে নামে ইসরায়েল। ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের কারণে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। দুই মাসের শান্তির পর মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবারও বিমান হামলা শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের ১৮ তারিখ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় ৩,৭৪৭ জন নিহত এবং ১০,৬০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই বর্বর হামলা ২০২৩ সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।