রাশিয়ার সামরিক কারখানায় চীন বিভিন্ন পণ্য সরবরাহ করছে বলে অভিযোগ করেছেন কিয়েভের বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান, ওলেহ ইভাশেঙ্কো। তিনি সোমবার (২৬ মে) জানিয়েছেন, “আমাদের কাছে নিশ্চিত তথ্য আছে যে চীন রাশিয়াকে যন্ত্রপাতি, বিশেষ রাসায়নিক দ্রব্য, গান পাউডার এবং প্রতিরক্ষা খাতের অন্যান্য পণ্য সরবরাহ করছে।” অন্তত ২০টি রুশ কারখানার বিষয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চীন রাশিয়াকে অস্ত্র ও গানপাউডার সরবরাহের অভিযোগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে, কিয়েভ nonetheless তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইভাশেঙ্কো আরও জানিয়েছেন, ইউক্রেনের গোয়েন্দাদের কাছে ২০২৪-২০২৫ সালে রাশিয়া ও চীনের মধ্যে বিমান খাতে অন্তত পাঁচটি সহযোগিতার ঘটনা পাওয়া গেছে, যার মধ্যে যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ ও কারিগরি নথিপত্র সরবরাহ অন্তর্ভুক্ত। তিনি ছয়টি বড় চালানের কথা উল্লেখ করেছেন যা বিশেষায়িত রাসায়নিকের।
ইউক্রেনের দাবি সমর্থনে রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মূলত রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চীন আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতার ভাবমূর্তি তুলে ধরলেও, বেইজিং ও মস্কোর মধ্যে বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা অনেক বেড়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার জন্য অন্যতম প্রধান সরঞ্জাম সরবরাহকারী হয়ে উঠেছে চীন।



