
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় প্রবীণ সাংবাদিক ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২৭ মে) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ এ রায় ঘোষণা করেন।
২০২৩ সালের ১৭ আগস্ট, শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মাহমুদুর রহমান ইতিমধ্যে খালাস পেয়েছেন, এবার শফিক রেহমানও মুক্তি পেলেন। মামলার অন্য আসামিরা হলেন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ সিজার, এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।
মামলার অভিযোগ অনুযায়ী, তারা জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশে একাধিক বৈঠক করেছেন। ২০১৬ সালে গ্রেপ্তারের পর পাঁচ মাস কারাবন্দি ছিলেন শফিক রেহমান, পরে তিনি জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চলে যান। ছয় বছর পর গত ১৮ আগস্ট দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন।
রায়ের পর শফিক রেহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, “এই মামলা মিথ্যা ও হয়রানিমূলক ছিল, আদালতের রায়ে সেটিই প্রমাণিত হয়েছে।” রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ খলিলুর রহমান মন্তব্য করেন যে, শফিক রেহমান একজন প্রথিতযশা সাংবাদিক, খালাস পেলে তাদের আপত্তি নেই।