
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের সময় কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কাল আইন’, ‘এক হও, লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’। তারা আন্দোলনে অংশ না নেওয়া অন্যদেরও অংশগ্রহণের আহ্বান জানান।
এই বিক্ষোভের কারণে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের জন্য বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুত করা যাবে।
রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশটি জারি করা হয়। এর আগে ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন পায়। শনিবার থেকেই বিক্ষোভ শুরু করে কর্মকর্তারা, এবং অধ্যাদেশটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।