প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের ভুজের সভায় বলেন, “পাকিস্তানকে সন্ত্রাসের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণ, বিশেষ করে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সুখে-নিশ্চিন্তে জীবন কাটান; রুটি খাও। না হলে আমার বুলেট তো আছে।”
তিনি পহেলগাঁও হামলার পর কেন অপারেশন সিঁদুর চালানো হয়েছিল, সেই প্রসঙ্গেও আলোকপাত করেন। মোদী জানান, “হামলার ১৫ দিন পরে আমি অপেক্ষা করেছিলাম, আশা করেছিলাম পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে। কিন্তু দেখা গেল, সন্ত্রাসবাদ তাদের রুটি-রুজি।”
ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার তুলনা করে মোদী বলেন, “ভারত যেখানে পর্যটনের উপরে আস্থা রাখে, পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, ‘ভারত যেখানে পর্যটনে বিশ্বাস করে, পাকিস্তান সেখানে সন্ত্রাসবাদকেই পর্যটন মনে করে—এটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত বিপজ্জনক।’
তিনি পাকিস্তানের জনগণের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘আপনারা কী অর্জন করেছেন? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি, আর আপনারা কোথায় আছেন? যারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়েছে, তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করেছে।’
অপারেশন সিন্দুরের বিষয়ে মোদি উল্লেখ করেন—এই অপারেশন হলো মানবতাকে রক্ষা করার একটি মিশন। এর মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানো হচ্ছে।



