ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ২০০৮ সালে গোপনে বিয়ে করেন এবং তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্রসন্তান আব্রাম খান জয়। ১০ বছরের মাথায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে, তবে কেটে গেছে ৭ বছর। অপু বিশ্বাস নতুন করে বিয়ে করেননি, কিন্তু শাকিব বুবলীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন, যা এখন অতীত।
এখন, প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের সম্পর্ক আবারো গড়ে উঠছে, মূলত তাদের পুত্র আব্রাম খানের জন্য। সম্প্রতি তারা মার্কিন মুলুকে একসাথে সময় কাটিয়েছেন। অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ও ছেলের ঘুমিয়ে থাকার একটি ছবি শেয়ার করেছেন, যেখানে শাকিব এবং জয় একত্রে রয়েছেন।
ছবির ক্যাপশনে অপু লিখেছেন, “বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন প্রমাণিত হয়। বাবা-ছেলের এই খুনসুটি আর মমত্ববোধের মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।” তিনি শাকিব খান ও আব্রাম খানের পাশে ‘পরিবার’ শব্দটি যোগ করেছেন, সাথে ভালোবাসার ইমোজি।
এটি ভক্তদের হৃদয় স্পর্শ করেছে, এবং চিত্রনায়িকা তমা মির্জা সেই পোস্টে লাভ ইমোজি প্রদান করেছেন। নেটিজেনরাও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন মন্তব্যের মাধ্যমে।



