Top Newsরাজনীতি

কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

মোহনা অনলাইন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাকে মুক্তি দেওয়া হয়, যা কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গতকাল, মঙ্গলবার, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান তিনি। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের ছয় ঘটনায় দোষী সাব্যস্ত করে রায় দেয়। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই রায় বাতিল করে তার খালাস ঘোষণা করে।

আজহারুল ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন এবং তিনি শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিছু মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। তার মুক্তির আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি করা হয়।

এটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সর্বসম্মত রায় এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউয়ের পরিপ্রেক্ষিতে আপিলের ক্ষেত্রে প্রথমবারের মতো কারো খালাস লাভের ঘটনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button