চীন বাংলাদেশিদের জন্য ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণের সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকায় চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগ্রহী ব্যক্তিরা আগামী ১ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।
গত ১৪ এপ্রিল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একটি চীনা ড্রোন প্রদর্শনী বাংলা নববর্ষ এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই ধারাবাহিকতায়, চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ এবং বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এক মাসব্যাপী বিনামূল্যের ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটি জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সাংহাইয়ে অনুষ্ঠিত হবে এবং ইংরেজিতে পরিচালিত হবে।
প্রশিক্ষণ কর্মসূচিটি দুটি পর্যায়ে বিভক্ত: প্রথম পর্যায়ে ড্রোন তৈরির মৌলিক জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা অর্জনের জন্য ১-২ সপ্তাহের কোর্স আয়োজন করা হবে। দ্বিতীয় পর্যায়ে ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলোর জন্য বিশেষ প্রোগ্রামিংয়ের ওপর উন্নত কোর্স ১-২ সপ্তাহের জন্য দেওয়া হবে।
প্রতিটি পর্যায়ের সময়কাল অংশগ্রহণকারীদের বর্তমান কম্পিউটার স্বাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে।
আগ্রহীরা dirfa@shilpakala.gov.bd ইমেইলে আবেদন করতে পারবেন।



