Top Newsআন্তর্জাতিক

হার্ভার্ডের সঙ্গে সব আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

মোহনা অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব সরকারি আর্থিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৭ মে) জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে হার্ভার্ডকে নজিরবিহীন তদারকির আওতায় নিয়ে আসার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ফেডারেল সরকার সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি পাঠাবে, যাতে হার্ভার্ডের সঙ্গে তাদের কোনও আর্থিক চুক্তি আছে কি না এবং থাকলে তা বাতিল বা অন্য কোথাও স্থানান্তর করার সুযোগ রয়েছে কি না, তা জানাতে বলা হবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “প্রশাসন আজই ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেবে যাতে তারা হার্ভার্ডের সঙ্গে থাকা চুক্তি পর্যালোচনা করে বাতিলযোগ্য কিনা নির্ধারণ করে।” এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

আল জাজিরা উল্লেখ করেছে, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের সঙ্গে সব ধরনের ফেডারেল চুক্তি বাতিলের প্রস্তুতি নিচ্ছে, যার ফলে বিশ্ববিদ্যালয়টির প্রায় ১০০ মিলিয়ন ডলারের সরকারি অনুদান ঝুঁকির মুখে পড়তে পারে। নিউইয়র্ক টাইমস এবং রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) একটি খসড়া চিঠি তৈরি করেছে, যেখানে সব সরকারি সংস্থাকে হার্ভার্ডের সঙ্গে বিদ্যমান চুক্তি পর্যালোচনা ও সম্ভব হলে বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির খসড়ায় উল্লেখ করা হয়েছে, হার্ভার্ড এখনও ‘জাতিগত বৈষম্যের’ মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়টি ইহুদিবিদ্বেষী ঘটনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে ‘উদ্বেগজনক উদাসীনতা’ প্রকাশ করেছে, যা ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে প্রশ্ন তুলেছে। এই সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, ফিলিস্তিন-পন্থি ছাত্র আন্দোলন ও জাতিগত বৈচিত্র্যকে উৎসাহিত করার নীতিমালা ‘চরমপন্থা ও বৈষম্য’ ছড়াচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button