Top Newsরাজনীতি

বিএনপির তিন অঙ্গ সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’

মোহনা অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিনটি অঙ্গসংগঠনের উদ্যোগে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশ আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে এই সমাবেশ শুরু হবে। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নেতা-কর্মীদের জমায়েত শুরু হয়ে গেছে।

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও, এই সমাবেশে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বসহ বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

মে মাসজুড়ে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করতে এই তিনটি অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে চারটি বিভাগের বিভিন্ন শহরে দুইদিন করে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এর আগে এই ধরনের সেমিনার ও সমাবেশ আয়োজন করা হয়েছে। আজ ঢাকায় এই কর্মসূচির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৬ তারিখ) এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি ইউএনবিকে বলেন, চট্টগ্রামের সমাবেশে তরুণদের ব্যাপক সমাগম হয়েছে। খুলনা ও বগুড়াতেও আমাদের লক্ষ্য পূরণ হয়েছে, যা সমাজের সব স্তরের তরুণদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

ঢাকার সমাবেশে ১৫ লাখ তরুণ অংশ নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি উল্লেখ করেন, তরুণরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নিতে উদগ্রীব, যা এই সমাবেশকে সফল করবে। সেখানে ১৭ বছর ধরে ভোটাধিকার-বঞ্চিত যুবকরা গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার দাবি তুলে ধরবে।

তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার চলমান আন্দোলনে এই সমাবেশ একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button