বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মচারীদের একটি অংশ। মূল ফটক আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে, ফলে সকল সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ এবং ‘ঢাকাবাসী’র ব্যানারে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছু সময় পর পর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। তাদের আন্দোলনের কারণে গত ১৫ মে থেকে নগর ভবন থেকে সকল নাগরিক সেবা বন্ধ রয়েছে।
এর অংশ হিসেবে, অংশগ্রহণকারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য খোরশেদ আলম বলেন, “দুই দফা কোর্ট রায় দেওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। আমরা ইশরাককে মেয়র হিসেবে দেখতে চাই এবং আমাদের আন্দোলন চলবে।”
অন্য এক কর্মচারী জাহিদুর রহমান জানান, “ঢাকার জনগণ যেভাবে ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চায়, ঠিক তেমনি ডিএসসিসি’র সব কর্মচারীরাও তাকে মেয়র হিসেবে চায়। আমরা ১৫ মে থেকে আন্দোলন করে আসছি। যদি ইশরাক ভাই দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমরা কাজে ফিরে যাবো।”
এসময় তারা ‘শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই, চলবে’ স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী ঘোষণা হন। ইশরাক ফল বাতিল চেয়ে মামলা করেন। নির্বাচনী ট্রাইব্যুনাল ২৭ মার্চ সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে ১৪ মে হাই কোর্টে রিট আবেদনের কারণে তাকে শপথ পড়ানো হয়নি।
শুক্রবার, হাইকোর্টের বেঞ্চ রিট মামলার শুনানির পর আদেশ দিয়ে শপথ পড়ানোর জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক।



