বিনোদন

সজল-বুবলীর শুটিংয়ে বন্যহাতির আক্রমণ

মোহনা অনলাইন

নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছবিটির প্রাথমিক নাম ‘শাপলা শালুক’। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ, যেখানে বন্যহাতির আনাগোনা রয়েছে।

বুবলী জানিয়েছেন, শেরপুরের নালিতাবাড়ীর লোকেশনে আগে কখনও শুটিং করেননি। তিনি বলেন, “দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।”

অন্যদিকে, সজল জানিয়েছেন, শুটিংয়ের সময় বন্যহাতির আক্রমণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে ৮/৯টা বন্যহাতি আবির্ভূত হয়েছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

সিনেমার চরিত্র প্রসঙ্গে সজল বলেন, “আমার চরিত্রের নাম পরাণ। এটি একটি অ্যাকশন-রোম্যান্টিক গল্পের সিনেমা, যেখানে আমি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করছি।”

বুবলী তার চরিত্র নিয়ে বলেন, “গল্প, চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয়, নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ না পেলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এটি একটি ভিন্ন রকম চরিত্র, যা আগে কখনো করিনি।”

নির্মাতা লাজুক জানালেন, সিনেমাটি অ্যাকশন, রোম্যান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের, কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে।

এছাড়া, সিনেমাটিতে সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button