সারাদেশ জুড়ে বৃষ্টি যেন তাণ্ডব সৃষ্টি করেছে। তাণ্ডব বললে ভুল হবে দিল্লি কিংবা মুম্বাই, সর্বত্রই মানুষের নাজেহাল অবস্থা প্রচন্ড বৃষ্টির জেরে। বর্ষাকালে সাধারণত বৃষ্টি থেকেই, ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে পারে। এক তারকা অভিনেতার সঙ্গে সেম ঘটনাই ঘটেছে। অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের কিসিং কিং।
এই অভিনেতাকে বলিউডের কিসিং গড বলেই জানেন বেশিরভাগ। তিনি পর্দায় থাকলেই সকলে যেন উৎসাহিত হয়ে পড়তেন। বিশেষ করে তার ছবি মানে প্রয়াত কে কে এর দারুন সব গান। প্রসঙ্গে ইমরান হাশমি। বর্ষার শুরুতে গুরুতর রোগে আক্রান্ত অভিনেতা। শুটিং করতে গিয়ে পড়লেন বিপদে এবং সেই থেকে এখন নিজের কাজকে স্থগিত রেখেছেন তিনি। ইমরান পবন কল্যাণের ও জি সিনেমার শুটিং করছিলেন। মুম্বাইয়ের গোরেগাঁও তে হচ্ছিল শুটিং। সেখান থেকে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা।
জানা গেছে, মশাবাহিত রোগে আক্রান্ত অভিনেতা। তাঁর ডেঙ্গু হয়েছে। শুধু তাই নয়, প্রথমে তিনি বুঝতেই পারেনি যে তার শরীরে এত যন্ত্রনা কিংবা জ্বর কেন। বলিউড হাঙ্গামাকে, তার কাছের সূত্র জানিয়েছেন, ইমরান হাশমি শুটিং করছিলেন মুম্বাইয়ের গোরেগাঁওতে। শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন সেখান থেকেই। শরীর এতটাই খারাপ লাগতে শুরু করে যে অভিনেতা শুটিং করতে পারছিলেন না। সমস্ত উপসর্গ ডেঙ্গুর মত ছিল। অবশেষে চিকিৎসকের পরামর্শ মত তার পরীক্ষা-নিরীক্ষা করা হলে, জানাযায় সত্যিই তার ডেঙ্গু হয়েছে এবং সঙ্গে সঙ্গে চিকিৎসক তাকে পরামর্শ দেন যে তাকে এবার বিশ্রামে থাকতে হবে।
গায়ে জ্বর ছিল অনেকটাই। তাকে বিশ্রামের নির্দেশ দেওয়ার পরে, তিনি আপাতত বাড়িতে রেস্ট নিচ্ছেন। সূত্রের মারফত জানা যাচ্ছে, ইমরান বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন। নির্দিষ্ট কোন সময়সীমা না দেওয়া হলেও প্রায় এক সপ্তাহ থাকে কাছ থেকে দূরে থাকতে হবে বলেই চিকিৎসা পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়ে উঠলে তিনি ওজির শুটিংয়ে আবারও ফিরবেন।
যদিও একথা অজানা নয়, ইমরান প্রচন্ড পেশাদার। কাজের জন্য তিনি কোনদিনই কিছু পরোয়া করেন না। এমনকি তোর ছেলে যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তখনও তিনি নিজের কাজের প্রতি কমিটমেন্ট বজায় রেখেছিলেন। কিছুদিন আগে জানিয়েছিলেন, আওয়ারাপান টু রিলিজ করবে খুব শীঘ্রই। তবে এই যে কারণে তিনি বাড়িতে বৈঠা নিয়েছেন, তাতে মন থেকে একেবারেই সুখে নেই তিনি। প্রযোজকদের অবস্থা সম্পর্কে তিনি জানান। এবং তাদের তরফেও অভিনেতা কে তার স্বাস্থ্য নিয়ে আগে চিন্তা করতে বলা হয়েছে।



