শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোতে দেশের ঐতিহাসিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এই নতুন নোটগুলি আগামী ১ জুন থেকে ব্যাংকে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নর ড. আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত নতুন নোটগুলো প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে দেশের অন্যান্য অফিস থেকেও চালু হবে। তবে প্রচলিত সব নোটও বৈধ হিসেবে থাকবে।
১০০০ টাকার নোটে থাকবে ৬ মি.মি চওড়া নিরাপত্তা সূতা, যা কাত করলে স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং এতে ‘বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্মৃতি’ ও ‘১০০০ টাকা’ লেখা থাকবে। এছাড়াও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে, যেমন জলছাপ, মাইক্রোপ্রিন্ট, ইউভি ফ্লুরোসেন্স ও চৌম্বকীয় বৈশিষ্ট্য। ৫০ ও ২০ টাকার নোটেও থাকবে উন্নত সূতা, জলছাপ ও অন্যান্য নিরাপত্তা উপাদান।
নতুন নোটগুলোর নমুনা বাংলাদেশ ব্যাংকের জাদুঘরে সংরক্ষিত থাকবে এবং বাজারে আসার পরও প্রচলিত সব নোট একই সাথে বৈধ মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে।



