জায়েদ খান ঢালিউডের আলোচিত অভিনেতা, যার অভিনয় দুনিয়ায় আলো ছড়ানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনও নিয়মিত সংবাদে জায়গা করে নেয়। তিনি সম্প্রতি আমেরিকায় বসবাস করছেন এবং সেখানে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন করেছেন।
তার ফেসবুক পেজে সময় কাটানোর ছবি দেখা যায়, যেখানে তিনি শরীরচর্চায় ব্যস্ত রয়েছেন। গত এক বছরে তিনি ১৪ কেজি ওজন কমিয়েছেন এবং নিয়মিত শরীরচর্চার ছবি শেয়ার করছেন।
জায়েদ বলেছেন, “আর কয়েকটা দিন যাক, একবারে সিক্স প্যাকসহ হাজির হব।” তিনি জানিয়েছেন যে ভাত একেবারে এড়িয়ে চলছেন এবং খাদ্যতালিকায় শুধুমাত্র সবজি, ফল ও মুরগি রয়েছে। তবে কেন এতো পরিশ্রম করছেন, সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু জানাননি, শুধু বলেছেন, “বিষয়টা তো কিছু একটা আছেই!”
সর্বশেষ তিনি ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করেছেন, যা পরিচালনা করেছেন জাহিদ হাসান এবং তার বিপরীতে আছেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।



