
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই অন্তত ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৮৪ জন। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ২৪৯ জনে।
গত বৃহস্পতিবার আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে ৯৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তাদের নাম মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে ও খোলা রাস্তায় বহু মানুষ আটকা পড়ে আছেন।
গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে ৩ হাজার ৯৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১১ হাজার ৪৫১ জন আহত হয়েছেন। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর গাজায় দুই মাসের শান্তির সময় ছিল, তবে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের হামলা শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে, এই নতুন হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসাথে, গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।
গাজার ওপর চলমান এই হামলা ইসরায়েল ঘোষিত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।